Photo Credit: Samsung
বিগত মঙ্গলবার ভারতে লঞ্চ করা হয়েছে Samsung Galaxy F05। স্মার্টফোনটি অক্টাকোর MediaTek Helio G85 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটি 4জিবি RAM দ্বারা সমৃদ্ধ। হ্যান্ডসেটটি 25W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যাবস্থা সমর্থিত 5,000 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত আছে। ফোনটিতে একটি 6.7 ইঞ্চির HD+ স্ক্রীন যুক্ত করা হয়েছে। এটিতে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি, একটি 50 মেগাপিক্সেলের দ্বিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে। চলতি মাসের শেষে এটি একক RAM এবং স্টোরেজের বিকল্পে পাওয়া যাবে।
একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোম্পানী জানিয়েছে যে তাদের Samsung Galaxy F05 ফোনটির 4জিবি +64 জিবি বিকল্পের মূল্য 7,999 টাকা। ভারতে এই নতুন ফোনটি আগামী 20 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট, Samsung-এর ভারতীয় ওয়েবসাইট এবং বাছাইকরা কিছু অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ক্রয় করা যাবে। স্মার্টফোনটি টোয়ালাইট নীল রঙের বিকল্পে উপলব্ধ হবে।
Samsung Galaxy F05 ফোনটি একটি 6.7 ইঞ্চির HD+ স্ক্রীন দ্বারা সজ্জিত হয়ে আছে। এটি MediaTek Helio G85 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটটিতে 4জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ অন্তর্নির্মিত করা হয়েছে। স্মার্টফোনটিতে অতিরিক্ত 4 জিবি পর্যন্ত RAM বর্ধিত করা যাবে এবং স্টোরেজটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক One UI 5 দ্বারা চালিত। কোম্পানী নিশ্চিত করেছে যে, Samsung Galaxy F05 ফোনটি দুটি OS আপগ্রেড এবং 4 বছরের নিরাপত্তার সংস্করণের সাথে উন্মোচিত হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে দ্বিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, জলবিন্দু আকারের গর্ত যুক্ত ফোনটির সামনের অংশে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
নতুন Samsung Galaxy F05 হ্যান্ডসেটটি USB Type-C পোর্টের দ্বারা 25W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে। নিরাপত্তার ক্ষেত্রে ফোনটিতে ফেস আনলক ফিচার যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটির পিছনের অংশটি চামড়ার ছাঁচের ডিজাইন দ্বারা সজ্জিত হয়ে আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন