সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy M30s আর Galaxy M10s। শনিবার Amazon Great Indian সেলে বিক্রি শুরু হচ্ছে এই দুই স্মার্টফোন। আজ দুপুর 12 টা থেকে Amazon Prime গ্রাহকরা এই দুই ফোন কিনতে পারবেন। মধ্যরাত থেকে সব গ্রাহকের জন্য Samsung Galaxy M30s, Galaxy M10s বিক্রি শুরু করবে Amazon।
বছরের শুরুতে লঞ্চ হওয়া Galaxy M30 ফোনের আপডেট হিসাবে লঞ্চ হয়েছে Galaxy M30s। এই ফোনে রয়েছে 6,000 mAh ব্যাটারি, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর Exynos 9611 চিপসেট। অন্যদিকে Galaxy M10 ফোনের আপডেট Galaxy M10s এ থাকছে Super AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
100 টাকার কম দামে নতুন প্ল্যান নিয়ে এল Airtel, কী সুবিধা পাওয়া যাচ্ছে?
4GB RAM + 64GB স্টোরেজে Samsung Galaxy M30s এর দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Galaxy M30s কিনতে 16,999 টাকা খরচ হবে। কালো, সাদা আর নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Galaxy M10s ফোনের দাম 8,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজ পাওয়া যাবে এই স্মার্টফোন। আজ Amazon.in থেকে বিক্রি শুরু হবে Samsung Galaxy M30s আর Galaxy M10s।
Redmi K20 Pro কে টেক্কা দিতে নতুন ফোন আনছে Realme
Galaxy M30s ফোনে একটি 6.4 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Galaxy M30s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেন্সর।
ফোনের ভিতরে একটি 6,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung। সাথে থাকছে USB Type-C পোর্ট আর 15W ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
64MP ক্যামেরার স্মার্টফোন বিক্রি শুরু করল Samsung: ফিচারগুলি দেখে নিন
ডুয়াল সিম Galaxy M10s ফোনে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে Exynos 7884B চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। Galaxy M10s ফোনের ভিত থাকছে 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জ সাপোর্ট।
ছবি তোলার জন্য Galaxy M10s ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তলার জন্য এই ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন