Photo Credit: Weibo/ Digital Chat Station
আরও একটা 5G ফোন আনছে Vivo। শীঘ্রই বাজারে আসবে Vivo G1 5G। লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার ফাঁস হল। এপ্রিলে লঞ্চ হয়েছিল Vivo S6 5G। এবার Vivo G1 নামে চিনে সেই ফোন নিয়ে আসতে পারে Vivo। প্রসঙ্গত এই প্রথম G সিরিজে কোন ফোন লঞ্চ করতে চলেছে চিনের সংস্থাটি।
জানা গিয়েছে Vivo G1-এ থাকবে 6.44 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ স্টাইল নচে থাকবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Vivo G1-এর পিছনে থাকবে চারটি ক্যামেরা। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই থাকবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা।
48MP ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 9
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
নতুন ফোনে Exynos 980 চিপসেট দিচ্ছে Vivo। থাকছে 4,500 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। 8GB RAM ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 5G কানেক্টিভিটি সহ বাজারে আসবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন