অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করার কাজ চলছিল। অবশেষে বাজারে এল Vivo iQoo। বিশ্ব মানের স্পেসিফিকেশান সহ লঞ্চ হয়েছে নতুন ফোনটি। মোবাইল গেমার ও ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে তৈরী হয়েছে এই ডিভাইস। থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট, সাথে থাকছে ভেপার কুলিং সিস্টেম। প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX363 সেন্সার। Pixel 3 ফোনে একই সেন্সার ব্যবহার হয়েছে। থাকছে 44W ফাস্ট চার্জিং। মাত্র 15 মিনিটে 50 শতাংশ চার্জ হবে Vivo iQoo এর ব্যাটারি। Vivo iQoo তে থাকছে 12GB RAM আর 256GB স্টোরেজ।
চিনে 2,998 ইউয়ান (প্রায় 31,700 টাকা) থেকে Vivo iQoo এর দাম শুরু হচ্ছে। একাধিক স্টোরেজ ও RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। টপ ভেরিয়েন্টে থাকছে 12GB RAM আর 256GB স্টোরেজ।
ডুয়াল সিম Vivo iQoo ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch Os 9 স্কিন। iQoo তে থাকছে 6.41 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Vivo iQoo ফোনের ক্যামেরায় 13 মেগাপিক্সেল Sony IMX263 সেন্সারের সাথেই থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সাথে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo iQoo ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। থাকছে 4,000 mAh ব্যাটারি আর 44W ফাস্ট চার্জিং। মাত্র 15 মিনিটে এই ফোনের 50 শতাংশ ব্যাটারি চার্জ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন