জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চ হল Vivo Nex 3 আর Vivo Nex 3 5G। 21 সেপ্টেম্বর চিনে বিক্রি শুরু হবে এই দুই স্মার্টফোন। কয়েক মসের মধ্যেই এশিয়ার অন্যান্য দেশে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। এই ফোনের দুই পাশে রয়েছে প্রেশর সেন্সিটিভ কি। ফোনের পিছনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। Vivo Nex 3 আর Vivo Nex 3 5G ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট, 4,500 mAh ব্যাটারি আর 44W ফাস্ট চার্জিং।
8GB RAM + 128GB স্টোরেজে Vivo Nex 3 এর দাম 4,998 ইউয়ান (প্রায় 50,600 টাকা)। Vivo Nex 3 5G এর 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,698 ইউয়ান্ (প্রায় 57,700 টাকা)। 12GB RAM + 256GB স্টোরেজে Vivo Nex 3 5G এর দাম 6,198 ইউয়ান (প্রায় 62,700 টাকা)। 21 সেপ্টেম্বর চিনে বিক্রি শুরু হবে এই দুই স্মার্টফোন।
Vivo Nex 3 আর Vivo Nex 3 5G ফোনে থাকছে 6.89 ইঞ্চি FHD+ ওয়াটারফল ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট। সাথে থাকছে 12GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Nex 3 আর Vivo Nex 3 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
এই দুই ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 44W ফাস্ট চার্জ সাপোর্ট। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন