7 অগাস্ট ভারতে আসছে Vivo S1। মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। ইতিমধ্যেই একাধিক দেশে Vivo S1 বিক্রি শুরু হয়েছে। ভারতে এই ফোন প্রি-অর্ডার শুরু হল। 2,000 টাকার বিনিময়ে ভারতে Vivo S1 প্রি-অর্ডার করা যাচ্ছে। 7 অগাস্ট লঞ্চের আগে পর্যন্ত এই ফোন প্রি-অর্ডার করা যাবে। Vivo S1 এর ভিতরে থাকছে Helio P65 চিপসেট, FHD+ AMOLED ডিসপ্লে আর থাকছে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
Vivo S1 এর দাম (সম্ভাব্য)
ভারতে Vivo S1 ফোনের দাম জানা যায়নি। ইন্দোনেশিয়ায় 35,99,000 ইন্দোনেশিয়ান রুপিয়াহ (প্রায় 17,700 টাকা) দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে। ভারতে এই দামের আশেপাশে S1 লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি।
Vivo S1 স্পেসিফিকেশন
Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন