S-সিরিজে নতুন ফোন লঞ্চ করল Vivo। চিনে লঞ্চ হয়েছে নতুন Vivo S1 Pro। এই ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। সাথে থাকছে ফুল ভুই ডিসপ্লে। ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। এছাড়াও ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট আর 3,700 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। 9 মে চিনে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে।
চিনে Vivo S1 Pro এর দাম শুরু হচ্ছে 2,698 ইউয়ান (প্রায় 27,700 টাকা) থেকে। 9 মে প্রতিবেশী দেশে এই ফোন বিক্রি শুরু হবে।
Vivo S1 Pro 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। মনের ভিতর থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ আর 3,700mAh ব্যাটারি।
Vivo S1 Pro ফোনের প্রধান আকর্ষণ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সিজারে দেখা গিয়েছে এই ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্টার। কোয়াড পিক্সেল টেকনোলজির মাধ্যমে কম আলোতেও Vivo S1 Pro ফোনের ক্যামেরায় দারুন ছবি তোলা যাবে। সাথে থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন