Photo Credit: Vivo
খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo T3 Ultra। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো অফিসিয়ালি লঞ্চ বা কোনো আনুষ্ঠানিক নাম নিশ্চিত করা হয়নি। ইতিমধ্যেই স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। রিপোর্ট এবং ফাঁস হওয়া তথ্যের উপর নির্ভর করে ফোনটির লঞ্চের সম্ভাব্য সময়সূচী, RAM এবং স্টোরেজ,আনুমানিক মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে। আশা করা হচ্ছে, বর্তমানে ভারতে উপস্থিত Vivo T3 সিরিজের ফোনগুলির সাথে Vivo T3 Ultra ফোনটি যোগদান করবে। Vivo কোম্পানীর একটি নতুন হ্যান্ডসেট গিকবেঞ্চে লক্ষ্য করা গেছে, মনে করা হচ্ছে সম্ভবত এটি Vivo T3 Ultra হতে পারে।
Vivo কোম্পানীর একটি হ্যান্ডসেট V2426 মডেল নম্বরে গিকবেঞ্চের তালিকায় লক্ষ করা গেছে। অনুমান করা হচ্ছে এটি Vivo T3 Ultra হতে পারে।
ফোনটি একক-কোর পরীক্ষায় 1854 নম্বর এবং মাল্টি-কোর পরীক্ষায় 5066 নম্বর পেয়েছে। মনে করা হচ্ছে পরীক্ষিত সংস্করণটিতে 12GB RAM এবং Android 14 অপারেটিং সিস্টেম থাকতে পারে।
উল্লেখিত ফোনটিতে অক্টা-কোর চিপসেট আছে, যেটি Mediatek Dimensity 9200+ SoC হতে পারে। এছাড়া গিকবেঞ্চের তালিকার মাধ্যমে ফোনটির আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে ফোনটির কিছু বৈশিষ্ট্য আগে থেকেই জানা গিয়েছে।
ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে ফোনটিতে একটি 1.5K 3D বক্র 6.77 ইঞ্চির এমোলেড ডিসপ্লে থাকতে পারে। যেটির রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 4,500 নিট। সম্ভবত ফোনটি MediaTek Dimensity 9200+ SoC দ্বারা নির্মিত, এবং 12জিবি পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ দ্বারা সজ্জিত।
ক্যামেরার ক্ষেত্রে সম্ভবত ফোনটির পিছনের অংশে OIS সমর্থিত Sony IMX921এর 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে, এবং একটি 8-মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গল ক্যামেরা থাকতে পারে। এবং
সামনে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।
হ্যান্ডসেটটিতে সম্ভবত 80W দ্রুত চার্জিং সহ 5,500mAh ব্যাটারি যুক্ত থাকবে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 রেটিং থাকতে পারে। এছাড়াও ফোনটির ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়াল স্পীকার থাকতে পারে।
দামের ক্ষেত্রে, ভারতে 8GB + 128GB বিকল্পের জন্য ফোনটির দাম শুরু হতে পারে 30,999 টাকা থেকে, এবং 8GB + 256GB এবং 12GB + 256GB বিকল্পগুলি দাম হতে পারে যথাক্রমে 32,999 এবং 34,999 টাকা। ফোনটি ফরেস্টগ্রীন এবং লুনাগ্রে রঙে আসতে পারে। সম্ভবত ভারতে ফোনটি সেপ্টেম্বর মাসের প্রথমে লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন