বাজারে এসেছে Vivo –র নতুন স্মার্টফোন Vivo U1। এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। Vivo U1 ফোনের প্রধান আকর্ষন Snapdragon 439 চিপসেট আর 4,030 mAh ব্যাটারি।
চিনে 799 ইউয়ান (প্রায় 8,400 টাকা) থেকে Vivo U1 এর দাম শুরু হচ্ছে। তিনটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। টপ ভেরতিয়েন্টের দাম 1,199 ইউয়ান (প্রায় 12,600 টাকা)।
Vivo U1 ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Vivo U1 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।
কানেক্টিভিটির জন্য Vivo U1 ফোনে থাকছে Bluetooth, Wi-Fi 802.11 a/b/g/n, GPS ইত্যাদি। ফোনের ভিতরে থাকছে 4,030 mAh ব্যাটারি। Vivo U1 এর ওজন 163.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন