শীঘ্রই লঞ্চ হবে Vivo V17। সম্প্রতি চিনের এক সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo V17 ফোনের স্পেসিফকেশন সামনে এসেছে। V1945A আর V1945T মডেল নম্বরে TENAA ওয়েবসাইটে দুটি নতুন স্মার্টফোন সামনে এসেছে।
TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে একটি অক্টা-কোর প্রসেসর থাকছে। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় পিক্সেল বাইন্ডিং প্রযুক্তি ব্যবহার হচ্ছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও একই প্রযুক্তি ব্যবহার হবে। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল ক্যামেরা, Vivo V17 ফোনের ভিতরে থাকবে একটি 4,390 mAh ব্যাটারি।
সম্প্রতি Vivo S5 ফোনের টিজার প্রকাশিত হয়েছিল। টিজারে প্রকাশিত ছবিতে সামনে ও পিছন থেকে ফোনটি দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। Vivo S5 ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের ডান দিকে উপরে সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এছাড়াই TENAA ওয়েবসাইট থেকে Vivo S5 ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। TENAA ওয়েবসাইটে Vivo 1932A আর Vivo 1932T মডেল নম্বরে দুটি স্মার্টফোন সামনে এসেছে। এই দুই ফোনে শুধুমাত্র ক্যামেরা বিভাগে পার্থক্য থাকছে। Vivo 1932A ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে Vivo 1932T ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল, একটি 5 মেগাপিক্সেল সেন্সর, আরও একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন