অবশেষে ভারতে লঞ্চ হল Vivo V19। কোম্পানির সাম্প্রতিকতম মিডরেঞ্জ স্মার্টফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। সম্প্রতি বিশ্বের অন্যান্য দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। লকডাউনের কারণে লঞ্চ পিছিয়ে গেলেও অবশেষে ভারতে এল এই ফোন। আপাতত গ্রিন জোন ও অরেঞ্জ জোনে বিক্রি শুরু হবে।
8GB + 128GB স্টোরেজে Vivo V19-এর দাম 27,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 31,990 টাকা খরচ হবে। কালো ও রূপালি রঙে এই ফোন পাওয়া যাবে। 15 মে থেকে কোম্পানির অনলাইন স্টোর, Amazon, Flipkart ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে USB Type-C পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, GPS। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং। Vivo V19-এর ওজন 186.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন