আগামী 29 মে ভারতে লঞ্চ হবে Vivo X21। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। কারণ ডিসপ্লের নীচে থাকবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। তাই ডিসপ্লের উপরে নিজের আঙুল রাখলেই আনলক হয়ে যাবে ফোনটি। আর 29 মে লঞ্চের আগে ভারতে এই ফোনের প্রি বুকিং শুরু হয়ে গেল। কোম্পানির অনলাইন স্টোরে শুরু হয়েছে Vivo X21 এ প্রি বুকিং। 2,000 অ্যাডভান্স করে এখনি বুক করে ফেলা যাবে আকর্ষনীয় এই ফোনটি। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রি বুক করলে একাধিক অফার দেবে গনদ। এর মধ্যেই অন্যতম নো কস্ট EMI ও 5% ক্যাশব্যাক। যদিও ভারতে Vivo X21 এর দাম কতো তা এখনো জানানো হয়নি কোম্পানির তরফ থেকে। তবে Vivo নিশ্চিত করেছে Flipkart থেকে কেনা যাবে এই ফোন। মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo X21।
Vivo X21 প্রিবুকিং এর জন্য Vivo র অফিশিয়াল ওয়াবসাইটে গিয়ে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে। এরপরে কোম্পানি আপনাকে একটি কুপন দেবে। এই কুপন কোড ও ফোনের বাকি দাম দিয়ে 29 মে কিনতে পারবেন Vivo X21। এছাড়াও আপনি পেয়ে যাবেন একাধিক অফার ও গিফট ভাউচার। Vodafone এর রেড সাবস্ক্রাইবাররা এক বছরের জন্য পেয়ে যাবেন অতিরিক্ত 280GB ডাটা। এই ফোন প্রিবুক করলে ফোন কেনার সময় SBI কার্ডে পাবেন 5% ক্যাশব্যাক ও 12 মাসের নো কস্ট EMI।
Vivo X21 এ রয়েছে 6.28 ইঞ্চি Full HD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের ভিতরে আছে মিডরেঞ্জ Qualcomm Snapdragon 660 চিপসেট, 6GB RAM। Vivo X21 এর ডুয়াল রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। আর সেকেন্ডারি রিয়ার সেন্সার 5MP। ফোনের সামনে রয়েছে একটি 12MP ফ্রন্ট ক্যামেরা।
128GB স্টোরেজ থাকবে এই ফোনে এছাড়াও লম্বা ব্যাটারি ব্যাক আপ এর জন্য রয়েছে একটি 3200 mAh ব্যাটারি, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর Micro-USB।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন