জুলাই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Z1 Pro। ইতিমধ্যেই প্রথম ফ্ল্যাশ সেলে মুহুর্তে শেষ হয়েছে এই ফোনের স্টক। সম্প্রতি Vivo জানিয়েছে 16 জুলাই ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনে রয়েছে Snapdragon 712 চিপসেট, ডিসপ্লের নীচে 32MP সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। গেম খেলার জন্য এই ফোনে থাকছে Game Mode 5.0। Z1 Pro তে থাকছে 6GB পর্যন্ত RAM আর 5,000 mAh ব্যাটারি।
4GB RAM + 64GB স্টোরেজে Vivo Z1 Pro এর দাম 14,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 16,990 টাকা খরচ হবে। এছাড়াও 6GB RAM + 128GB স্টোরেজে Vivo Z1 Pro কেনার খরচ 17,990 টাকা।
ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch OS 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট, Adreno 616 GPU, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Z1 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB 2.0 সাথে OTG, আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Z1 Pro এর ওজন 201 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন