চার বছর আগে Mi 3 এর হাত ধরে ভারতের স্মার্টফোন বাজারে প্রবেশ করেছিল চিনের স্মার্টফোন কোম্পানি Xiaomi। এই উপলক্ষ্যে ভারতে একাধিক অফার লঞ্চ করল Xiaomi। 10 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত এই অফার চলবে। সাধারন গ্রাহক এই তিন দিনের সেলে অংশ নিয়ে পারবেন। যদিও Mi মেম্বাররা আজ দুপুর 12 টা থেকে এই সেল এ অংশ নিতে পারবেন। এই সেলে একাধিক আকর্ষণীয় ডিলের মাধ্যমে মাত্র 4 টাকার ফ্ল্যাশ সেলে Mi LED Smart TV 4 (55-inch), Redmi Y2, Redmi Note 5 Pro আর Mi Band 2 ডিভাইস কেনা যাবে। এর সাথেই Mi Mix 2 আর Mi Max 2 ফোনে বিশাল ছাড় দেবে Xiaomi।
SBI, Paytm ও MobiKwik এর সাথে হাত মিইলিয়ে একাধিক ডিস্কাউন্ট ও ক্যাশব্যাক অফার চালু করেছে Xiaomi। এই সেলে 7,500 টাকা বা তার বেশি কেনাকাটা করলে SBI ক্রেডিট কার্ডের গ্রাহকরা 500 টাকা ক্যাশব্যাক পাবেন। Paytm গ্রাহকরা 8,999 টাকা বা তার বেশি কেনাকাটা করলে 500 টাকা ক্যাশব্যাপ পাবেন। এর সাথেই Paytm গ্রাহকরা 1000 টাকা পর্যন্ত ফ্লাইট বুকিং ও সিমেনার টিকিট বুকিং এ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এর সাথেই MobiKwik গ্রাহকরা মোট খরছে 25 শতাংশ সুপারক্যাশ (সর্বোচ্চ 3,000 টাকা) পাবেন।
10 জুলাই থেকে 12 জুলাই প্রতিদিন বিকাল 4 টায় ফ্ল্যাশ সেলের মাধ্যমে 4 টাকায় Redmi Y1, Mi LED Smart TV 4 (55 inches), Mi Body Composition Scale, Redmi Note 5 Pro, Redmi Y2 আর Mi Band 2 প্রোডাক্টগুলি বিক্রি করবে।
ফ্ল্যাশ সেলের সাথেই Mi অ্যানিভার্সারি সেলে কোম্পানির একাধিক প্রোডাক্টে ছাড় দেবে Xiaomi। এই সেলে মাত্র 27,999 টাকায় Mi Mix 2, 14,999 টাকায় Mi Max 2, 1,899 টাকায় ট্রাভেল ব্যাকপ্যাক, 649 টাকায় Mi ইয়ারফোন, 1,599 টাকায় Mi Band 2 কেনা যাবে। এর সাথেই এক কম্বো অফারে Mই ট্রাভেল ব্যাকপ্যাক ও Mi সেলফি স্টক ট্রাইপড একসাথে মাত্র 2,948 টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। একই ভাবে Mi Band HRX এডিশান ও Mi Band Strap Blue একসাথে 1,398 টাকায় কেনা যাবে।
এর সাথেই প্রতিদিন সন্ধ্যা 6 টায় ‘ব্লিঙ্ক অ্যান্ড মিস ডিল’ চালু করবে Xiaomi। এই সেলে মাত্র 9,999 টাকায় Redmi Note 5 আর Mi VR Play 2 ডিভাইসদুটি কেনা যাবে। Redmi Y1 আর Mi Bluetooth Headset কম্বোর দাম 8,999 টাকা। Mi Pocket Speaker আর Mi Earphones Basic এর দাম 1,499 টাকা। 10000mAh Mi Power Bank 2i আর Mi Rollerball Pen এর দাম 899 টাকা। এই সব অফার mi.com থেকে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন