Photo Credit: Twitter/ Redmi India
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মার্টফোনে বিশাল ছাড় নিয়ে এল Xiaomi। বুধবার দুপুর 12 টা থেকে Mi.com ওয়েবসাইটে এই সেল শুরু হয়েছে। Flipkart এ 8 অগাস্ট থেকে 10 অগাস্ট পর্যন্ত সস্তা হবে বিভিন্ন Xiaomi স্মার্টফোন। Amazon এ সেল চলবে 8 অগাস্ট থেকে 11 অগাস্ট পর্যন্ত। SBI ক্রেডিট কার্ড গ্রাহকরা Amazon থেকে কেনাকাটায় 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন।
এই সেলে প্রথম Redmi Note 7 Pro ফোনের দাম কমলো। 12,999 টাকায় Redmi Note 7 Pro বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 13,999 টাকা আর 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। ফেব্রুয়ারি মাসে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল। একই সাথে সস্তা হয়েছে Redmi 7S। 3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 7S বিক্রি হচ্ছে 9,999 টাকায়। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7S পাওয়া যাচ্ছে 11,999 টাকায়।
2GB RAM + 32GB স্টোরেজে বেস ভেরিয়েন্টের Redmi 7 পাওয়া যাচ্ছে 7,499 টাকায়। 3GB RAM ভেরিয়েন্টে এণই ফোনের দাম কমে হয়েছে 8,499 টাকা।
8,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y3 বেস ভেরিয়েন্ট। 4GB RAM + 64GB স্টরেজে এই ফোন কিনতে 10,999 টাকা খরচ হবে।
7,999 টাকায় 4GB RAM + 64GB স্টোরেজের Redmi Y2 পাওয়া যাচ্ছে। 12,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Note 6 Pro ফোনের 6GB RAM ভেরিয়েন্ট।
4GB RAM + 64GB স্টোরেজে MI A2 কিনতে 8,999 টাকা খরচ হবে। 11,999 টাকায় এই ফোন বিক্রি হয়। 6,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 6 Pro। আর 5,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 6A।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন