আবার মিডরেঞ্জ সেগমেন্টে নতুন ফোন নিয়ে আসছে Xiaomi। আগে কোম্পানির Mi A1, Mi A2 আর Mi A2 Lite ফোন গুলি Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছিল। সম্প্রতি Mi A2 ফোনের উত্তরসূরী Mi A3 আর Mi A3 Lite ফোনের স্পেসিফিকেশান সামনে এসেছিল। Mi A2 ফোন চিনে Mi 6X নামে লঞ্চ হয়েছিল। ঠিক তেমনই Mi 9X নামে চিনে লঞ্চ হতে পারে Mi A3। Mi A3 ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চললেও Mi 9X ফোনে চলবে কোম্পানির MIUI স্কিন। ইতিমধ্যেই Mi 9X ফোনের দাম ও স্পেসিফিকেশন সামনে এসেছে।
চিনে লঞ্চ হতে পারে Mi 9X। চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে। Mi 9X ফোনে থাকতে পারে 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল (Samsung S5KGD1 সেন্সার) সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের পিছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা। এই ক্যামেরায় থাকতে পারে একটি 48 মেগাপিক্সেল (Sony IMX586) প্রাইমাসি সেন্সার। সাথে থাকতে পারে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপক্সেল ডেপ্ত সেন্সার।
Mi 9X ফোনের ভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। সাথে থাকবে 6GB RAM আর 64GB স্টোরেজ। 3,300 mAh ব্যাটারির সাথেই থাকবে Qualcomm এর Quick Charge 4.0+ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন