Photo Credit: Weibo/ Xiaomi
ভারতের ফিটনেস ব্যান্ড বাজারে অন্যতম প্রধান নাম Xiaomi। কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করেই এই বিশান বাজার ধরতে সক্ষম হয়েছে চিনের জনপ্রিয় টেক কোম্পানিটি। আর আগামী 31 মে কোম্পানির বার্ষিক লঞ্চ ইভেন্টে নিজেদের লেটেস্ট ফিটনেস ব্যান্ড লঞ্চের খবর জানালো Xiaomi। যদিও ভারতে এই ব্যান্ড কবে থেকে পাওয়া যাবে তা এখনো জানানো হয়নি Xiaomi র তরফ থেকে। জানা যায়নি Mi Band 3 এর দাম বা স্পেসিফিকেশান।
2015 সালের এপ্রিল মাসে কোম্পানি লঞ্চ করেছিল Mi Band। এটি ছিল Xiaomi র প্রথম ফিটনেস ব্যান্ড। এরপর 2016 সালে কোম্পানি লঞ্চ করে Mi Band 2। 2017 তে লঞ্চ হয়েছিল কোম্পানির আরও এক ফিটনেস ব্যান্ড Mi Band HRX Edition। এই বছরেই গোড়াতেই ভারতে দাম কমেছিল Mi Band 2 এর। আগামী 31 মে বার্ষিক লঞ্চ ইভেন্টে Mi 8, MIUI 10 এর সাথেই লঞ্চ হবে নতুন ফিটনেস ব্যান্ড Mi Band 3। এই খবর জানিয়েছেন Xiaomi র সিইও লেই জুন।
চিনের এক জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে পোস্ট করে এই খবর জানিয়েছেন কোম্পানির সিইও। নিজের হাতে Mi Band 3 পরে একটি ছবি শেয়ার করেছেন জুন। তিনি আরও জানিয়েছেন ব্লু শার্ক স্মার্টফোন লঞ্চ ইভেন্টে তিনি এই ডিভাইসটি পরেছিলেন।
চিনের মাইক্রো ব্লগিং সাইট ঊইবো ছাড়াও টুইটারেও এই খবর জানিয়েছেন জুন। টুইটারে তিনি বলেন 31 মে লঞ্চ হবে Mi Band 3। এর সাথেই লঞ্চ হবে Mi 8 আর MIUI 10।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছিল বিশ্বব্যাপী ২০১৮ সালের প্রথম তিন মাসে 35% বৃদ্ধি পেয়েছে ওয়ারেবেল ডিভাইসের মার্কেট। এই একই রিপোর্টে জানানো হয়েছিল অ্যাপেল এর পরেই ওয়ারেবেল মার্কেট শেয়ারে দুই নম্বরে রয়েছে চিনের এই কোম্পানি। আর সেই সময়েই নিজেদের লেটেস্ট ফিটনেস ব্যান্ড Mi Band 3 এর লঞ্চ কোম্পানিকে দারুন চাঙ্গা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত ওয়ারেবেল মার্কেটে 2018 সালের প্রথম তিন মাসে Apple ও Xiaomi র মোট মার্কেট শেয়ার ছিল 36%। এই সময়ে Apple মোট 3.8 মিলিয়ান ওয়ারেবেল ডিভাইস বিক্রি করেছে। আর এই সময়ে Xiaomi র বিক্রি হওয়া ওয়ারেবেল ডিভাইসের সংখ্যা 3.7 মিনিয়ান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন