Photo Credit: Slash Leaks
19 জুলাই লঞ্চ হবে Xiaomi Mi Max 3। অনেকদিন ধরেই Mi Max 3 এর নিয়ে ইন্টারনেটে একাধিক খরব আসছে। আর লঞ্চের ঠিক আগেই এক রিপোর্টে Mi Max 3 এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গেল। Xiaomi Mi Max 3 তে থাকবে একটি বিশাল 6.9 ইঞ্চি HD+ ডিসপ্লে। অন্য এক রিপোর্টে জানা গিয়েছে এই মাসের শেষেই চিনে Mi 8 Explorer Edition বিক্রি শুরু হবে।
স্ল্যাশ লিকস এ এক রিপোর্টে জানানো হয়েছে Mi Max 3 তে Sanpdragon 636 চিপসেট থাকবে। আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Mi Max 3 তে থাকবে Snapdragon 710 চিপসেট। এবার নতুন রিপোর্টে জানা গেল Mi Max 3 তে থাকবে Snapdragon 636 চিপসেট। এর সাথেই জানা গিয়েছে Mi Max 3 তে থাকবে 6.9 ইঞ্চি ডিসপ্লে আর 5500 mAh ব্যাটারি।
19 জুলাই চিনে এক লঞ্চ ইভেন্টে Mi Max 3 লঞ্চ করবে Xiaomi। Mi Max 3 তে থাকবে 6.9 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই এই ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে। এর সাথেই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে। এই ফোন Android Oreo বেসড কোম্পানির লেটেস্ট MIUI 10 অপারেটিং সিস্টেম চলতে পারে। 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। Mi Max 3 তে থাকবে একটি 12MP রিয়ার প্রাইমারি সেন্সার। Mi Max 3 এর সামনে একটি 5MP ও একটি 8MP সেন্সারের ক্যামেরা থাকবে।
অন্য এক পোস্টারে জানা গিয়েছে 24 জুলাই থেকে চিনে Mi 8 Explorer Edition বিক্রি শুরু হবে। মে মাসে Mi 8 এর সাথেই এই ফোন লঞ্চ করা হয়েছিল। অবশেষে 24 জুলাই থেকে এই ফোন বিক্রি শুরু হবে। তবে আপাতত শুধুমাত্র চিনে এই ফোন বিক্রি শুরু হবে। ভারতে এই ফোন কবে লঞ্চ হবে তা জানায়নি Xiaomi। 8GB RAM আর 128GB স্টোরেজের Mi 8 Explorer Edition এর দাম 3,699 ইউয়ান (প্রায় 39,000 টাকা)। Mi 8 Explorer Edition এ রয়েছে অতিরিক্ত RAM আর থ্রি ডি ফেস রিকগনিশান টেকনোলজি। এর সাথেই Mi 8 Explorer Edition এর ডিসপ্লের নীচে ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন