Photo Credit: Twitter/ Xiaomi India
মঙ্গলবার সারা ভারতে একসাথে 500 টি নতুন দোকাল খুললো Xiaomi। গ্রামীন ভারতে এই দোকানগুলি খুলে বিশ্বরেকর্ড করল চিনের কোম্পানিটি।
মঙ্গলবার দুপুর 12 টায় একসাথে সারা দেশে মোট 500 টি Mi Store শুরু করেছে জনপ্রিয় চিনা কোম্পানিটি। যদিও বড় শহরে কোম্পানির দোকানগুলি Mi Home নামে পরিচিত।
একদিনে সবথেকে বেশি দোকান খোলার বিশ্বরেকর্ড করেছে Xiaomi। 2019 সালের মধ্যে সারা দেশে 5,000 নতুন Mi Store খোলার পরিকল্পনা রয়েছে কোম্পানির। এর ফলে সারা দেশে মোট 15,000 কর্মস্নগস্থান হবে বলে জানিয়েছেন Xiaomi ভাইস প্রেসিডেন্ট মনু জৈন।
নতুন এই পদ্ধতি গ্রামীন ভারতে ফোন কেনার অভিজ্ঞতাকে বদলে দেবে বলে মনে করেন তিনি। শুরুতে ভারতে শুধুমাত্র অনলাইনে স্মার্টফোন বিক্রি করলেও এখন অফলাইন বাজারকেও সমান গুরুত্ব দিচ্ছে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড।
সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে দেশের চতুর্থ Mi Home এর সুচনা হয়েছিল। স্মার্টফোন ছাড়াও ভারতে একাধিক স্মার্ট হোম প্রোডাক্ট, লাগেজ, জুতো সহ অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে Xiaomi।
ভারতে Redmi 5A আর Redmi Note 5 Pro ফোনের সাফল্যের পরে অন্য উচ্চতার পৌঁছে গিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Xiaomi র Redmi 6, Redmi 6A, Redmi 6 Pro ফোনগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন