Photo Credit: TENAA
এই বছর ইতিমধ্যেই একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। আর এবার নিজেদের Redmi সিরিজে আরও একটি নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে চিনের এই কোম্পানিটি। কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে Redmi 5 সিরিজের ফোনগুলি। আর এবার দেখা গেল নতুন Redmi 6 Plus ফোনটি। শোনা যাচ্ছে চিনের এক সার্টিফিকেশান সাইটে দেখা গিয়েছে নতুন এই স্মার্টফোনটি। সেখানেই এক ছবিতে দেখা গিয়েছে নতুন Redmi 6 Plus এ থাকতে পারে iPhone X এর মতো ডিসপ্লে নচ।
TENAA তে একটি Xiaomi হ্যান্ডসেট দেখা গিয়েছে। এই হ্যান্ডসেটের মডেল নম্বর M1805D1SE। Redmi 6 Plus বা Redmi 6 Pro যে নামেই এই ফোনকে ডাকা হোক না কেন, এই ফোনটি আগে দেখা Redmi 6 বা এখন বাজারে থাকা Redmi 5 এর থেকে বেশ খানিকটা বড়। এছাড়াও এই ফোনে রিয়ার ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের পিছনে ভার্টিকালি থাকবে এই ক্যামেরাদুটি। আগেই জানানো হয়েছে এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। TENAA লিস্টিং এ দেখা গিয়েছে এই হ্যান্ডসেটে থাকবে 5.84 ইঞ্চি full HD+ ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে অক্টা কোর 2GHz প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যাবহার হয়েছে তা জানা যায়নি এখনো। তবে মনে করা হচ্ছে Qualcomm Snapdragon 660 অথবা MediaTek Helio P60 চিপসেটদুটির যে কোন একটি ব্যাবহার হবে এই স্মার্টফোনে।
এই লিস্টিং এই দেখা গিয়েছে নতুন এই Redmi 6 Plus বা Redmi 6 Pro তে থাকবে 2GB/3GB/4GB RAM। এর সাথেই থাকবে 16GB/32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরাতে প্রাইমারী ক্যামেরাটি 12 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। আর জানা গিয়েছে এই ফোনে চলবে লেটেস্ট Android Oreo 8.1। যদিও এর উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 ইউজার ইন্টারফেস।
নতুন এই Redmi 6 Plus অথবা Redmi 6 Pro তে থাকবে 4000 mAh ব্যাটারি। এছাড়াও নতুন এই ফোনটির ওজন হবে 178 গ্রাম। কালো রোজ গোল্ড, শ্যাম্পেন গোল্ড, সাদা, নীল, লাল, গোলাপি, গ্রে ও রুপালী রঙে পাওয়া যাবে Xiaomi র নতুন এই ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন