লঞ্চের পর থেকে শুধুমাত্র ফ্ল্যাশ সেলেই বিক্রি হয়েছে Redmi 6A। অবশেষে ওপেন সেলে বিক্রি শুরু হল এই স্মার্টফোনের 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবার থেকে যে কোন সময় Amazon.in বা Mi.com ওয়েবসাইটে লঞ্চ ইন করে 32GB Redmi 6A কেনা যাবে। Redmi 6A ফোনের প্রধান আকর্ষন 18:9 ডিসপ্লে, ফেস আনলক, ডুয়াল 4G VoLTE আর 3,000 mAh ব্যাটারি। সেপ্টেম্বরে 5,999 টাকায় লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।
Redmi 6A –এর দাম
ভারতে 2GB RAM/ 16GB স্টোরেজ Redmi 6A এর দাম 5,999 টাকা। 2GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6A কিনতে খরছ হবে 6,999 টাকা। Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।
Redmi 6A স্পেসিফিকেশান
Redmi 6A এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6A এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াডকোর 12nm MediaTek Helio A22 প্রসেসার। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।
Redmi 6A এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে থাকবে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। । নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6A এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলিফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।
কানেক্টিভিটির জন্য Redmi 6A এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6A এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন