Photo Credit: Poco
ভারতে বিগত শুক্রবার poco কোম্পানী লঞ্চ করেছে তাদের একটি নতুন ট্যাব Poco Pad 5g। ট্যাবটি কোয়ালকম Snapdragon 7s Gen 2 SoC প্রসেসর দ্বারা নির্মিত হয়েছে। এবং এটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক HyperOs সফ্টওয়্যার দ্বারা চালিত। এটিতে গরিলা গ্লাসের সুরক্ষা সহ 12.1 ইঞ্চি LCD স্ক্রিন আছে।কোয়াড স্পীকার যুক্ত করা হয়েছে। এটি ডলবি ভিশনের পাশাপশি ডলবি অ্যাটমোস দ্বারা সমর্থিত।
ট্যাবটিতে 33W এর দ্রুত চার্জিংএর সমন্বয়ে একটি 10,000 mAh ব্যাটারী আছে।
Poco কোম্পানীর ট্যাবটি ও স্মার্ট পেনটি এবং কীবোর্ডটি IP52 রেটিং সহ নির্মিত।
ভারতে Poco Pad 5gট্যাবটির 8GB RAM সহ 128GB স্টোরেজ বিকল্পের জন্য দাম 23,999 টাকা। এবং 8GB RAM + 256GB স্টোরেজ সমৃদ্ধ বিকল্পের দাম 25,999 টাকা।
ভারতের বাজারে নতুন ট্যাবলেটটি কোবাল্ট নীল রঙের এবং পেস্তা সবুজ রঙের বিকল্পে উপলব্ধ।
আগামী 27 সে আগস্ট ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12 টার পর থেকে এই ট্যাবটির বিক্রয় শুরু হবে।
গ্রাহকরা এটি ফ্লিপকার্ট এর মাধ্যমে কিনতে পারবেন। শুধুমাত্র প্রথম দিনের বিক্রয়ের জন্য কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে যেসব গ্রাহকরা SBI,HDFC,ICICI ব্যাংকের কার্ডের মাধ্যমে ট্যাবটি কিনবেন তারা 3000 টাকা পর্যন্ত ছাড় পাবেন।এছাড়াও ছাত্রছাত্রীরা 1000 টাকা পর্যন্ত ছাড়ে এটি কিনতে পারবে।
Poco Pad 5gট্যাবটি snapdragon 7s Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিত। এটিতে অ্যানড্রয়েড 14 ভিত্তিক HyperOs সফ্টওয়্যার নির্মিত করা হয়েছে। ট্যাবলেটটি 8GB, LPDDR4X RAM যুক্ত এবং 256GB UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সমৃদ্ধ।এছাড়াও ট্যাবটির স্টোরেজটি 1.5 TB microSD কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে।
ট্যাবটিতে একটি 12.1 ইঞ্চি 2k LCD স্ক্রিন আছে। যেটির রিফ্রেস রেট 120Hz,আকৃতির অনুপাত 16.10 এবং এটি সর্বোচ্চ 600 nits পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে থাকে। ডিসপ্লেটিকে টিউভি রাইনল্যান্ড এর ট্রিপল সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাসের সমন্বয়ে সুরক্ষিত করা হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে এই ট্যাবটিতে একটি ফ্ল্যাশ লাইটের সমন্বয়ে একটি 8 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে। সামনের ক্যামেরার ক্ষেত্রেও এটিতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
Poco Pad 5gট্যাবটিতে জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং নির্মিত করা হয়েছে।এছাড়াও এটিতে একটি কোয়াড মাইক,দুটি মাইক্রোফোন এবং 3.5মিমি হেডফোন জ্যাক আছে। এছাড়াও ট্যাবটিতে ডলবি অ্যাটমোস এবং ডলবি ভিশন যুক্ত করা হয়েছে।
ট্যাবটি 33W এর দ্রুত চার্জিংএর সাথ একটি 10,000 mAh ব্যাটারী দ্বারা চালিত। এছাড়াও সংযোগের জন্য ট্যাবটিতে USB Type-C পোর্ট, WiFi 6,GPS এবং ব্লুটুথ 5.2 যুক্ত করা হয়েছে। ট্যাবটির পরিমাপ 280.0 x 181.85 x 7.52মিমি এবং ওজন 568 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন