কোম্পানির সবথেকে কম দামের আনলিমিটেড প্যাক ঢেলে সাজালো Vodafone। Jio-র সাথে প্রতিযোগিতায় এবার 199 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.8 GB ডাটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর ফলে গ্রাহকরা মোট 78.4 GB ডাটা পাবেন। এর সাথেই 199 টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা। তবে এই প্ল্যানে কোন SMS এর সুবিধা পাওয়া যাবে না।
টেলিকমটক এ এক রিপোর্টে জানানো হয়েছে Vodafone এর 199 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.8GB ডাটা পাবেন। আগে এই প্যাকে গ্রাহকরা প্রতিদিন 1.4 GB ডাটা পেতেন। এই মুহুর্তে নির্বাচিত কিছু গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এছাড়াও শুধুমাত্র যে সব সার্কেলে কোম্পানির 4G সার্ভিস চালু আছে সেই সার্কেলের গ্রাহকদের নির্বাচিত করা হবে।
199 টাকার এই প্রিপেড প্ল্যানে গ্রাহকরা দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট পর্যন্ত ভয়েস কল করতে পারবেন।
Jio-র 198 টাকার প্যাকে এই মুহুর্তে গ্রাহকরা দিনে 2GB করে ডাটা ব্যবহার করতে পারেন। এর সাথেই Jio গ্রাহকরা 198 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 টি SMS বিনামূল্যে করতে পারেন। এর সাথেই কোম্পানির সব অ্যাপ এর অ্যাকসেস পান Jio গ্রাহকরা।
প্রিপেডে বাজেট প্ল্যানের সাথেই পোস্টপেডে প্রিমিয়াম সেগমেন্টের বাজার গরম করে দিয়েছে Vodafone। জুন মাসে কোম্পানির Red প্ল্যানগুলি ঢেলে সাজানো হয়েছিল। পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime Video, Netflix এর সাবস্ক্রিপশান বিনামূল্যে দেবে Vodafone।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন