Photo Credit: Tata Sky Website
ভারতে আরও একবার সেট টপ বক্সের দাম কমালো Tata Sky। 2019 সালে দ্বিতীয়বার সেট টপ বক্সের দাম কমালো কোম্পানিটি। মে মাসে Tata Sky সেট টপ বক্সের দাম কমেছিল। আরও সস্তা হল এই সেট টপ বক্স। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে নতুন দামে সেট টপ বক্স বিক্রি শুরু করেছে Tata Sky। 300 টাকা সস্তা হয়েছে এই ডিভাইস।
সস্তা হয়েছে 1,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে Tata Sky HD সেট টপ বক্স। 1,399 টাকায় পাওয়া যাচ্ছে কোম্পানির SD সেট টপ বক্স। এই মুহুর্তে Dish TV -র HD সেট টপ বক্সের দাম 1,590 টাকা। Dish TV SD সেট টপ বক্সের দাম 1,499 টাকা।
মে মাসে দাম কমার পরে Tata Sky HD সেট টপ বক্সের দাম কমে হয়েছিল 1,800 টাকা। কোম্পানির SD সেট টপ বক্স পাওয়া যাচ্ছিল 1,600 টাকায়। এবার HD বক্সের দাম 301 টাকা আর SD বক্সের দাম 201 টাকা সস্তা হয়েছে। উল্লেখযোগ্যভাবে SD বক্সের থেকে মাত্র 100 টাকা বেশি দিয়ে Tata Sky HD বক্স পাওয়া যাবে। এই সিদ্ধান্তের ফলে আরও বেশি মানুষ HD বক্স কিনবেন বলে মনে করছে কোম্পানি।
ইতিমধ্যেই Tata Sky ওয়েবসাইটে নতুন দামে এই দুই সেট টপ বক্স বিক্রি শুরু হয়েছে। এছাড়াও গোটা দেশের রিটেলারপদের কাছে নতুন দামে পাওয়া যাবে Tata Sky সেট টপ বক্স। আরও বেশি গ্রাহক টানতে Tata Sky এর সেট টপ বক্সের দাম কমানোর সিদ্ধান্ত কতটা সফল হয় তা সময় বলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন