চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এর মধ্যে তিনটি প্ল্যানে আনলিমিটেড কল ও ডেটার সাথেই Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। 129 টাকা, 199 টাকা আর 269 টাকায় এই তিনটি প্ল্যান নিয়ে এসেছে Vodafone। এছাড়াও লঞ্চ হয়েছে 24 টাকা প্রিপেড প্ল্যান।
269 টাকা আর 199 টাকা প্রিপেড প্ল্যানের সাথে Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে
269 টাকা প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। সাথে থাকছে 4GB ডেটা আর 600 এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। সাথে থাকছে Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন।
199 টাকা প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। সাথে থাকছে 1GB ডেটা আর 100 এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 21 দিন। সাথে থাকছে Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন।
129 টাকা প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। সাথে থাকছে 2GB ডেটা আর 300 এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। সাথে থাকছে Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন।
24 টাকা প্ল্যানে রাত 11 টা থেকে সকাল 6 টার মধ্যে Vodafone নম্বরে 100 মিনিট টকটাইম পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। অন্য লোকাল ও ন্যাশনাল নম্বরে ফোন করতে সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন