139 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Vodafone। এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই ডেটা ব্যবহারের সুযোগ করে দিচ্ছে কোম্পানি। 139 টাকা প্রিপেড প্ল্যানে ভোডাফোন গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সাথেই দিনে 100 টি SMS করতে পারবেন। 139 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone প্রিপেড গ্রাহকরা 139 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। 139 টাকা প্রিপেড প্ল্যানে ভোডাফোন গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সাথেই দিনে 100 টি SMS করতে পারবেন। Telecom Talk ওয়াবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 139 টাকা প্ল্যানে মোট 5GB ডেটা পাওয়া যাবে। তবে কোম্পানির ওয়েবসাইটে এই প্ল্যানে মোট 2GB ডেটা দেখা গিয়েছে। 139 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
সম্প্রতি 999 টাকায় 365 দিন ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সাথেই দিনে 100 টি SMS করতে পারবেন। 999 টাকা প্ল্যানে 365 চিনে মোট 12GB ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও 28 দিনে 1GB ডেটা সহ লঞ্চ হয়েছে 119 টাকার Vodafone প্রিপেড প্ল্যান। এই প্ল্যানেও আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন