এই বছর এপ্রিল মাসে 139 টাকা প্রিপেড প্ল্যান নিইয়ে হাজির হয়েছিল Vodafone। লঞ্চের সময় এই প্ল্যানের সাথে 5GB ডেটা দিচ্ছিল কোম্পানি। এক ধাক্কায় 139 টাকা প্ল্যানে 2GB কম ডেটা দিতে শুরু করল কোম্পানিটি। সম্প্রতি 148 টাকা রিচার্জে 3GB ডেটার প্ল্যান লঞ্চ করেছে Airtel। এর পরেই 139 টাকা প্ল্যানে 3GB ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Vodafone।
এবার থেকে 139 টাকা প্রিপেড প্ল্যানে Vodafone গ্রাহকরা 3GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকবে আনলিমিটেড লোকাল, ন্যাশানলা আর রোমিং কল এর সুবিধা আএ 300 টি SMS। 139 টাকা Vodafone প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এপ্রিল মাসে লঞ্চের সময় এই প্ল্যানে 5GB ডেটা পাওয়া যাচ্ছিল। আপাতত নির্বাচিত কয়েকটি সার্কেলের গ্রাহকরা 139 টাকা Vodafone প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি 148 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে Airtel। 148 টাকা Airtel প্রিপেড প্ল্যানে মোট 3GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ 28 দিনে 3GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। সাথে বিনামূল্যে Airtel TV সাবস্ক্রিপশ্ন পাওয়া যাবে। Airtel TV থেকে 350 -র বেশি লাইভ চ্যানেল আর বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজ দেখা যাবে। এছাড়াও থাকছে বিয়ামূল্যে Wynk Music সাবস্প্রিপশন। এর ফলে অনলাইন স্ট্রিম করে গাম শোনা যাবে।
এছাড়াও সম্প্রতি 129 টাকা প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ডেটা দিতেও শুরু করেছে Vodafone। দেশের সব সার্কেলের Vodafone প্রিপেড গ্রাহকরা 129 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই Vodafone ওয়েবসাইটে এই প্ল্যান দেখা গিয়েছে। আগে 129 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যেত। এবার এই প্ল্যানের সাথে মোট 2GB ডেটা দেবে Vodafone। এই প্ল্যানের সাথে আনলিমিটেড লোকাল, ন্যাশানল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে দিনে 100 টি SMS এর সুবিধা। আগের মতোই 129 টাকা প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন