205 টাকা আর 225 টাকা দামের দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এই দুই প্ল্যানে থাকছে 4GB পর্যন্ত ডেটা। সাথে থাকছে আনলিমিটেড কল আর 600 টা SMS। 205 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 35 দিন। অন্যদিকে 225 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 48 দিন। দুটি নতুন প্রিপেড প্ল্যান ছাড়াও আজ Zee5 Theatre পরিষেবা নিয়ে হাজির হয়েছে Vodafone Idea।
ইতিমধ্যে Vodafone ওয়েবসাইটে 205 টাকা আর 225 টাকা প্ল্যান দেখা গিয়েছে। বোনাস কার্ডের অধীনে প্রিপেড প্ল্যান হিসাবে বাজারে এসেছে এই দুই প্ল্যান।
তবে 205 টাকা আর 225 টাকা Vodafone প্রিপেড প্ল্যানে খুব বেশি পার্থক্য নেই। 205 টাকা প্ল্যানে 2GB ডেটা আর 225 টাকা প্ল্যানে 4GB ডেটা ব্যবহার করা যাবে। 205 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 35 দিন আর 225 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 48 দিন।
দুটি প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা। সাথে থাকছে 600 টা SMS। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই দুই প্ল্যানের খবর সামনে এসেছে।
আপাতত দিল্লি, বিহার ও ঝাড়খন্ড, কর্ণাটক, উত্তর প্রদেশ (পশ্চিম) সার্কেলের গ্রাহকরা 205 টাকা আর 225 টাকা Vodafone প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন