ভারতে লঞ্চ হল Gionee Smart 'Life' Watch। ভারতে Gionee -র এই স্মার্টওয়াচের দাম 2,999 টাকা। তরুন প্রজন্মের কথা মাথায় রেখে বিশেষভাবে এই স্মার্ট ওয়াচ ডিজাইন করা হয়েছে। নতুন Gionee Smart 'Life' Watch এ থাকছে 24 ঘন্টা হার্ট রেট সেন্সর, ক্যালোরি মিটার, ফিটনেস, হেলথ বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি ট্র্যাকিং। স্মার্টফোনে ভয়েস কল ও মেসেজ এলে তা এই স্মার্টোয়াচে দেখা যাবে। Google Fit আর Strava এর মতো জনপ্রিয় ফিটনেস অ্যাপ এর সাথে সিঙ্ক করা যাবে এই স্মার্ট ওয়াচের তথ্য।
Gionee Smart 'Life' Watch এ রয়েছে একটি 1.3 ইঞ্চি IPS ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে 2.5D কার্ভড গ্লাস। স্টেনলেস স্টিলের কেসে তৈরী এই স্মার্টওয়াচ। থাকছে একটি হার্ট রেট সেন্সর। এছাড়াও হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, ট্রেকিং সহ বিভিন্ন আউটডোর অ্যাকটিভিটি ট্র্যাক করতে পারবে এই ডিভাইস।
G Buddy অ্যাপ থেকে রিয়েল টাইমে এই স্মার্ট ওয়াচের তথ্য স্মার্টফোনে দেখা যাবে। এর সাথেই Google Fit আর Strava অ্যাপ এর সাথে সেই তথ্য সিঙ্ক করা যাবে। Android 4.4 আর iOS 8.0 বা তার বেশি অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে নতুন Gionee স্মার্ট ওয়াচ।
অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই Gionee Smart 'Life' Watch থেকেও স্মার্টফোনের ইনকামিং কল ও মেসেজের তথ্য দেখা যাবে। এই স্মার্ট ওয়াচে রয়েছে একটি 210 mAh ব্যাটারি। কোম্পানির দাবি একবার চার্জ করে 15 দিন ব্যবহার করা যাবে এই ডিভাইস। সাথে থাকছে 30 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন