ভারতে আরও একটি নতুন স্মার্টোয়াচ লঞ্চ করল Xiaomi -র সাব ব্র্যান্ড Huami। মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে Huami Amazfit Verge Lite। এই স্মার্টওয়াচে রয়েছে একটি AMOLED ডিসপ্লে আর 20 দিন ব্যাক আপ। সাতটি আলাদা স্পোর্টস মোডে এই স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে। থাকছে 24 ঘন্টা হার্ট রেট মনিটর। এছাড়াও স্মার্টওয়াচে ফোনের নোটিফিকেশোন পাওয়া যাবে। থাকছে স্লিপ ট্র্যাকিং।
ভারতে Huami Amazfit Verge Lite এর দাম 6,999 টাকা। Flipkart থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। থাকছে একটি 1.3 ইঞ্চি বৃত্তাকার AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 3 এর সুরক্ষা। এছাড়াও ডিসপ্লের উপরে আঙুলের ছাপ না পরার জন্য থাকছে বিশেষ স্তর। Huami Amazfit Verge Lite এ থাকছে পিপিজি হার্ট রেট সেন্সর, ৩ অ্যাক্সিস অ্যাক্সিলেরেশন সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। কানেক্টিভিটির জন্য থাকছে GPS + GLONASS, Bluetooth v5। স্মার্টওয়াচের ভিতরে রয়েছে একটি 390 mAh ব্যাটারি। মাত্র আড়াই ঘন্টায় ফুল চার্জ হবে এই ডিভাইস। কোম্পানি জানিয়েছে রোজকার ব্যবহারের এই স্মার্টওয়াচে 20 ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে।
অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসের সাথে ব্যবহার করা Huami Amazfit Verge Lite। ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্সের জন্য থাকছে IP68 সার্টিফিকেশন। স্মার্টওয়াচ থেকেই বিভিন্ন প্লেয়ারের মাধ্যমে গান শোনা যাবে।
শার্ক গ্রে আর স্নোক্যাপ হোয়াইট রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। সাতটি আলাদা স্পোর্টিং অ্যাকটিভিটি ট্র্যাক করতে পারবে Huami Amazfit Verge Lite। সেগুলি হল দৌড়ানো, হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা, ট্রেডমিল ইত্যাদি। এছাড়াও এই স্মার্টওয়াচের বিশেষ হার্ট রেট সেন্সর 24 ঘন্টা আপনার হার্ট রেটের খেয়াল রাখবে।
Flipkart থেকে নো কস্ট ইএমআই এর মাধ্যমে কেনা যাবে Huami Amazfit Verge Lite। HDFC ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন