Live সিরিজের পাঁচটি নতুন হেডফোন লঞ্চ করেছে JBL। 2,499 টাকা থেকে এই হেডফোনগুলির দাম শুরু হচ্ছে। JBL Live 650BTNC হেডফোনের দাম 12,599 টাকা। JBL Live 500BT কিনতে 9,999 টাকা, JBL Live 400BT কিনতে 7,899 টাকা, JBL Live 200BT কিনতে 5,299 টাকা আর JBL Live 100 কিনতে 2,499 টাকা খরচ হবে।
JBL Live 650BTNC, Live 500BT আর Live 400BT হেডফোনে থাকছে Google Asistant আর Amazon Alexa সাপোর্ট। এছাড়াও থাকছে অ্যাম্বিয়েন্ট এওয়ার আর টক থ্রু প্রযুক্তি। এর মধ্যে শুধুমাত্র JBL Live 650BTNC হেডফোনে থাকছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি।
টক থ্রু প্রযুক্তির মাধ্যমে হেডফোনের একটি বাটন প্রেস করে গান বন্ধ ক্রে সাথে সাথে সামনের মানুষটির সাথে কথা বলা যাবে। এর জন্য কান থেকে হেডফোন খুলতে হবে না। অন্যদিকে অ্যাম্বিয়েন্ট এওয়ার ফিচারে গ্রাহক হেডফোনের মাধ্যমে কতটা বাইরের আওওয়াজ শুনতে চান তা ঠিক করতে পারবেন।
JBL Live 650BTNC, Live 500BT হেডফোনফুটিতে থাকছে এরাউন্ড দ্য ইয়ার ডিজাইন। ইন্য হেডফোনগুলিতে থাকছে অন ইয়ার ডিজাইন। JBL Live 100 ছাড়া সব হেডফোনেই Blurtooth এর মাধ্যমে গান শোনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন