ভারতে প্রায় প্রতি সপ্তাহেই নতুন স্মার্ট টিভি লঞ্চ হচ্ছে। এবার নতুন 4K LED স্মার্ট টিভি নিয়ে এল JVC। Flipkart থেকে পাওয়া যাবে নতুন এই টিভি। JVC 43N7105 43-inch 4K Smart LED TV এর দাম 24,999 টাকা। এই টিভির অন্যতম প্রধান আকর্ষন কোয়ান্টাম ব্যাকলাইটিং টেকনোলজি। স্মার্ট টিভি হওয়ার কারনে এই টিভিতে থাকছে একগুচ্ছ ফিচার।
JVC 43N7105C টিভিতে রয়েছে কোয়ান্টাম ব্যাকলাইট টেকনোলজি। 55 ইঞ্চি স্মার্ট টিভিতেও এই ফিচার ব্যবহার করেছিল জাপানের কোম্পানিটি। সেই টিভি কিনতে 38,999 টাকা খরচ হবে। এবার 24,999 টাকায় 43 ইঞ্চি টিভিতে একই ফিচার যোগ করল JVC।
JVC 43N7105C টিভিতে রয়েছে একটি 43 ইঞ্চি 4K প্যানেল। টিভির সামনে সাউন্ড বার স্টাইলের 40W স্পিকার থাকছে। 43 ইঞ্চি 4K প্যানেলে থাকছে 60 Hz রিফ্রেশ রেট। থাকছে তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, 8GB স্টোরেজ আর 1GB RAM। একগুচ্ছ প্রিলোডেড অ্যাপ সহ পাওয়া যাবে এই টিভি। JVC অ্যাপ স্টোর থেকে 500 টি অ্যাপ ইনস্টল করা যাবে।
অশিও প্রোডাক্টের জন্যই বিখ্যাত জাপানের JVC ব্র্যান্ড। সম্প্রতি ভারতের ভিয়েরা গ্রুপের সাথে হাত মিলিয়ে স্মার্ট টিভি তৈরী শুরু করেছে JVC। নয়ডার ভিয়েরা গ্রুপ JVC স্মার্ট টিভির সব যন্ত্রাংশ সরবরাহ করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন