লঞ্চ হল Mi TV 4X 55-inch 2020 Edition। বৃহস্পতিবার 55 ইঞ্চি 4K HDR ডিসপ্লে সহ এই স্মার্টটিভি লঞ্চ করেছে Xiaomi। ভালো ছবির জন্য এই টিভিতে থাকছে ভিভিড পিকচার ইঞ্জিন। 55 ইঞ্চি 4K ডিসপ্লের 2020 Mi TV 4X স্মার্টটিভিতে ভালো অডিওর জন্য থাকছে Dolby Audio। সাথে ভালো ছবির জন্য থাকছে DTS-HD। নতুন Mi TV 4X মডেলে থাকছে YouTube, Chromecast আর Google Play store সাপোর্ট।
55 ইঞ্চি 4K ডিসপ্লের 2020 Mi TV 4X স্মার্টটিভির দাম 34,999 টাকা। 2 ডিসেম্বর দুপুর 12 টা থেকে Amazon, Mi.com আর Mi Home থেকে বিক্রি শুরু হবে এই স্মার্ট টিভি। 2020 সালের 31 ডিসেম্বরের আগে এই স্মার্ট টিভি কিনলে 1,800 টাকায় Airtel DTH কানেকশন আর চার মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Mi TV 4X 55-ইঞ্চি 2020 এডিশনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির PatchWall 2.0 স্কিন চলবে। এই টিভিতে রয়েছে একটি 55 ইঞ্চি 4K HDR 10-বিট ডিসপ্লে। 60Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। থাকছে একটি কোয়াড-কোর Amlogic Cortex-A53 CPU। সাথে থাকছে Mali-450 MP3 GPU, 2GB DDR RAM আর 8GB eMMC স্টোরেজ।
Mi TV 4X 55-ইঞ্চি 2020 এডিশন টিভিতে 10W স্পিকার ব্যবহার করেছে Xiaomi। এই স্পিকারে থাকছে থাকছে Dolby Audio। সাথে ভালো ছবির জন্য থাকছে DTS-HD।
এই টিভিতে থাকছে দুটি USB 2.0 পোর্ট, তিনটি HDMI পোর্ট, একটি ইথারনেট পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, হেডফোন জ্যাক আর এভি আউট। নতুন টিভির সাথে থাকছে একটি ব্লুটুথ রিমোট। এই রিমোটে থাকছে ভয়েস কম্যান্ড সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন