বাজারে এল Readmi-র প্রথম ফিটনেস ব্যান্ড। নতুন Redmi Band-এ থাকবে কালার ডিসপ্লে। সাইক্লিং, রানিং সহ বিভিন্ন ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করবে এই ডিভাইস। থাকছে হার্ট রেট মনিটরিং ও স্লিপ ট্র্যাকিং। Redmi Band চার্জ করতে আলাদা কেবেলের প্রয়োজন হবে না। সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে এই ফিটনেস ব্যান্ড চার্জ করা যাবে। আপাতত শুধুমাত্র চিনে এই ডিভাইস বিক্রি করবে Xiaomi।
Redmi Band-এর দাম 99 ইউয়ান (প্রায় 1,100 টাকা)। আপাতত চিনে বিক্রি শুরু হবে Redmi-র প্রথম ফিটনেস ব্যান্ড।
Redmi Band-এ থাকছে 1.08 ইঞ্চি কালার ডিসপ্লে। থাকছে পাঁচটি স্পোর্টস মোড। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে একটি অপটিকাল হার্ট রেট সেন্সর। এছাড়াও স্লিপ ট্র্যাকিংয়ের সুবিধা থাকছে। চারটি ব্যান্ডে পাওয়া যাবে Redmi Band।
ডুয়াল ক্যামেরা, 4G সাপোর্ট সহ লঞ্চ হল Mi Bunny Watch 4
সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে Redmi Band চার্জ করা যাবে। এক চার্জে 14 দিন চলবে এই ডিভাইস। যে কোন Android ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে এই ফিটনেস ব্যান্ড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন