মঙ্গলবার ভারতে চারটি নতুন AKG ওয়্যারলেস হেডফোন লঞ্চ করেছে Samsung। নতুন এই হেডফোনগুলি হল Y100, Y500, N200 and N700NC M2। AKG Y100 এর দাম 6,699 টাকা। AKG N200 আর AKG Y500 এর দাম 9,999 টাকা। AKG N700NC M2 এর দাম 26,999 টাকা। ইতিমধ্যেই Samsung ই-স্টোর থেকে এই হেডফোনগুলি বিক্রি শুরু হয়েছে। এর সাথেই নির্বাচিত রিটেলারদের কাছে পাওয়া যাবে নতুন ওয়্যারলেস হেডফোনগুলি।
“ সাউন্ডের দুনিয়ায় 72 বছরের সুদীর্ঘ ইতিহাস হয়েছে AKG -র। ভারতে নতুন এই হেডফোনগুলি লঞ্চ করে আমরা গর্বিত। আমরা নিশ্চিত AKG হেডফোনগুলি গ্রাহকের মন জয় করে নেবে।” জানিয়েছেন ভারতে Samsung মোবাইল ব্যবসার ডিরেক্টার আদিত্য বব্বর।
সব থেকে বেশি দামের AKG N700NC M2 তে ব্লুটুথ ও নয়েজ ক্যান্সেলেশন অন করে এক চার্জে 23 ঘন্টা গান শোনা যাবে।
পাঁচটি রঙে পাওয়া যাবে অন ইয়ার AKG Y500। AKG Y100 একটি নেকব্যান্ড স্টাইল হেডফোন।
AKG N200 ই ইয়ার হেডফোনে এক চার্জে 8 ঘন্টা গান শোনা যাবে। এই হেডফোনে ফাস্ট চার্জের মাধ্যমে মাত্র 10 মিনিট চার্জ করে এক ঘন্টা গান শোনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন