নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে এল Vivo। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Vivo TWS Neo। এই ইয়ারফোনে Bluetooth 5.2 ও aptX কোডেক সাপোর্ট থাকছে। চিনে নতুন ইয়ারফোনের দাম শুরু হচ্ছে 499 ইউয়ান (প্রায় 5,300 টাকা) থেকে। নীল ও সাদা রঙে এই প্রোডাক্ট বিক্রি করবে সংস্থাটি।
Vivo TWS Neo-তে থাকছে 14.2 মিমি ড্রাইভার। এই ইয়ারফোনে Bluetooth 5.2-এর সঙ্গেই থাকছে Qualcomm-এর aptX সাপোর্ট। ভালো গেমিংয়ের জন্য থাকছে লো লেটেন্সি মোড। কোম্পানির দাবি এক চার্জে 27 ঘণ্টা চলবে Vivo TWS Neo।
আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে এই ইয়ারফোন লঞ্চ করতে পারে Vivo। ভারতে Mi True Wireless Earphones 2 ও Realme Buds Air Neo'র সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Vivo TWS Neo।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন