ভারতে Mi Flex ফোন গ্রিপ নিয়ে এল Xiaomi। সম্প্রতি ভারতে একের পর এক অ্যাকসেসারিজ লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। সেই তালিকায় নতুন সংযোজন এই ফোন গ্রিপ। বিগত কয়েক বছরে স্মার্টফোনের ডিসপ্লে সাইজ অনেকটাই বড় হয়েছে। এর ফলে এক হাতে স্মার্টফোন ব্যবহার হঠিন হয়ে যাচ্ছে। যে কোন সময় হাত থেকে পড়ে ফোনের ডিসপ্লে ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছেন অনেকেই। সেই সমস্যার সমাধানে নতুন এই প্রোডাক্ট ভারতে আনলো চিনের কোম্পানিটি।
149 টাকা দামে কেনা যাবে মি ফ্লেক্স ফোন গ্রিপ। কালো, লাল ও নীল রঙে এই গ্রিপ পাওয়া যাবে। ইতিমধ্যেই Mi.com থেকে বিক্রি শুরু হয়েছে এই প্রোডাক্ট। এক হাতে ফোন ব্যবহারের সময় এই গ্রিপের মধ্যে আঙুল ঢুকিয়ে নিলে হাত থেকে ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না। এছাড়াও ফোন স্ট্যান্ড হিসাবে কাজ করবে এই গ্রিপ।
স্টাইলিশ লুকের জন্য মি ফ্লেক্স ফোন গ্রিপে থাকছে ম্যাট ফিনিশ। স্লাইডিং মেকানিজিমে কাজ করবে এই ফোনের গ্রিপ। তিনটি ধাপে অ্যাডজাস্ট করা যাবে এই গ্রিপ। সোশ্যাল মিডিয়া ব্রাউজ, ভিডিও দেখার সময় দারুন কাজে লাগবে Xiaomi -র নতুন এই অ্যাকসেসারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন