স্মার্টফোন, পাওয়ারব্যাঙ্কের পরে এবার সালগ্লাস। আজ্ঞেঁ হ্যাঁ এবার মি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের হাত ধরে ভারতে এল Xiaomi –র সানগ্লাস। একটি ওয়েফারের ও একটি এভিয়েটার সালগ্লাস ভারতে লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। গত বছর ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই দুই সানগ্লাস। শুরুতে ক্রাউডফান্ডিং এর মাধ্যমে বিক্রি হলেও এখন Mi.comথেকে পাওয়া যাচ্ছে এই প্রোডাক্ট।
ওয়েফারের ডিজাইনে Mi Polarised Square সানগ্লাসের দাম 899 টাকা। অন্যদিকে এভিয়েটার স্টাইলে Mi Polarised Pilot সানগ্লাসের দাম 1,099 টাকা। দুটি সালগ্লাসেই থাকছে পোলারাইজেশান, 400 ন্যানোমিটার পর্যন্ত UVA, UVB ও UVC রশ্মি থেকে 100 শতাংশ সুরক্ষা।
এই সানগ্লাসের UV400 সুরক্ষার মাধ্যমে অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা পাবে চোখ। দুটি সানগ্লাসেই থাকছে O6 লেয়ার্ড লেন্স টেকনোলজি। গ্লেয়ার কমাতেও সাহায্য করবে এই সানগ্লাস।
Mi Polarised Square সানগ্লাসে থাকছে ফ্লেক্সিবেল TR90 ফ্রেম। আর Mi Polarised Pilot সানগ্লাসে থাকছে 304H মেটাল ফ্রেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন