এবার Windows 10 পিসিতে ব্যবহার করা যাবে Amazon Alexa। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির সব Windows 10 গ্রাহক নিজের কম্পিউটারে Amazon Alexaইনস্টল করতে পারবেন। তবে সব কম্পিউটারে Amazon Alexa হ্যান্ডসফ্রি মোড কাজ করবে না। স্মার্ট স্পিকারের মতোই ‘Alexa' বলে এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করে কন্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন কাজ করা যাবে।
Microsoft Store থেকে ইতিমধ্যেই ডাউনলোড করা যাচ্ছে Amazon Alexa। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও জার্মানির Windows 10 গ্রাহকরা Microsoft Store স্টোরে থেকে Amazon Alexa ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আগামী এক বছরের মধ্যে এই ফিচার অন্যান্য দেশের Windows 10 গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। ভারতে এখনো Windows 10 অপারেটিং সিস্টেমের Microsoft Store থেকে Amazon Alexaডাউনলোড করা যাচ্ছে না।
Windows 10 অপারেটিং সিস্টেমে Amazon Alexa এর মাধ্যমে ক্যালেন্ডার এন্ট্রি, গান চানালো, বিভিন্ন প্রশ্নের উত্তর, খবর পড়া, বাড়ির বিবিন্ন স্মার্ট ডিভাইস কন্ট্রোলের কাজ করা যাবে। এছাড়াও ভিডিও স্ট্রিমিং ও ফোন কল করা যাবে Amazon Alexa দিয়ে। আগামী বছরে কম্পিউটারে বিশেষভাবে ব্যবহারের জন্য কিছ ফিচার যোগ হবে Alexa তে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন