আগামী বছরের মধ্যেই কি আপনার মৃত্যু হবে? ভবিষ্যৎবাণী করতে পারে কৃ্ত্রিম বুদ্ধিমত্তা

আগামী বছরের মধ্যেই কি আপনার মৃত্যু হবে? ভবিষ্যৎবাণী করতে পারে কৃ্ত্রিম বুদ্ধিমত্তা
হাইলাইট
  • এমনটাই দাবি করছেন আধুনিক বিজ্ঞানের গবেষকরা
  • প্রায় ৪ লক্ষ রোগীর থেকে সংগ্রহ করা প্রায় ১.৭৭ মিলিয়ন ইসিজি
  • নির্ভুল ভাবে বলে দেবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স
বিজ্ঞাপন

একজন মানুষের ECG রিপোর্ট পরীক্ষা করে সেই মানুষটি আগামী এক বছরের মধ্যে মারা যাবেন কিনা তা নাকি এবার নির্ভুল  ভাবে বলে দেবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা  (Artificial Intelligence) । অন্তত এমনটাই দাবি করছেন আধুনিক বিজ্ঞানের গবেষকরা । তবে এই সিদ্ধান্তে এমনি এমনিই তো পৌঁছে যাননি গবেষকরা। এমন ঘোষণা করার আগে এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য, পেনসিলভেনিয়ার জিজিংগার হেলথ সিস্টেমের গবেষকরা প্রায় ৪ লক্ষ রোগীর থেকে সংগ্রহ করা প্রায় ১.৭৭ মিলিয়ন ইসিজি এবং অন্যান্য চিকিৎসাজনিত রেকর্ডের ফলাফল বিশ্লেষণ করেছেন। ইসিজি সিগন্যালকে বিশ্লেষণ করে নিউরাল নেটওয়ার্ক মডেল এক বছরের মধ্যে মৃত্যুর ঝুঁকি থাকলে তার পূর্বাভাস দিতে পারে।

আশ্চর্যের বিষয়, যে ইসিজি রিপোর্ট দেখে হয়তো চিকিৎসক মনে করছেন যে রোগীর হৃদয় বা হার্টের স্বাভাবিক অবস্থা রয়েছে সেই রোগীদের ইসিজি পরীক্ষা করেও নিউরাল নেটওয়ার্ক মৃত্যুর ঝুঁকি (Death Risk) সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছে বলে দাবি গবেষকদের। দেখা গেছে, তিনজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ আলাদা আলাদাভাবে ইসিজি পর্যালোচনা করে যেখানে কোনও সমস্যা ধরতে পারেননি সেখানে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ওই সমস্যা শনাক্ত করা সম্ভব হয়েছে। "এটি এই সমীক্ষার সর্বাধিক গুরুত্বপূর্ণ সন্ধান। এটি ভবিষ্যতে ইসিজিগুলি ব্যাখ্যার পদ্ধতিকেই পুরোপুরি বদলে দিতে পারে", জানিয়েছেন পেনসিলভেনিয়ার ড্যানভিলের গিজিংগার-এ ইমেজিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন বিভাগের চেয়ারম্যান ব্র্যান্ডন ফোরনওয়াল্ট।

অন্য একটি গবেষণায় দেখা গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক মডেলগুলি ইসিজি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে পারে এবং রোগীদের সম্ভাব্য বিপজ্জনক অনিয়মিত হৃদস্পন্দন (অ্যারিথমিয়া) থেকে মৃত্যুর সম্ভাবনাও চিহ্নিত করতে পারে। তাঁরা এও আবিষ্কার করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা ইসিজি পরীক্ষার ফলাফল পরীক্ষা করে  অনিয়মিত হৃদস্পন্দন থেকে মৃত্যুর সম্ভাবনার প্রায় সঠিক পূর্বাভাস দিতে পারে। গত ১৬ থেকে ১৮ নভেম্বর ফিলাডেলফিয়ার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক অধিবেশন এও এই বিষয়টি উপস্থাপন করা হয়।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে একদিকে যেমন সুবিধা আছে, তেমন একটি অসুবিধাও রয়েছে। "এই মডেলগুলির মাধ্যমে রুটিন ইসিজি রিপোর্ট বিশ্লেষণ করে অন্তর্ভুক্ত করা সহজ হবে। তবে কম্পিউটারের পূর্বাভাসের ভিত্তিতে রোগীদের জন্য উপযুক্ত চিকিৎসার পরিকল্পনা করা তখন আরও বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দেবে", মনে করছেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ের প্রতিষ্ঠিত লেখক সুশ্রাব্য রঘুনাথ ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: AI
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল
  2. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার
  3. মধ্য বাজেটের মধ্যে লঞ্চ করা হতে পারে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro
  4. 2.5D AMOLED স্ক্রিন এবং সুইমিং মোডের সাথে লঞ্চ হতে চলেছে Huawei Band 9
  5. এবার জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রাইবাররা পাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ
  6. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S-সিরিজের তিনটি নতুন স্মার্টফোন
  7. ভারতে লঞ্চ হয়ে গেছে Oppo Reno 13 5G সিরিজ, দেখেনিন এটির মূল বৈশিষ্ট্য এবং দাম
  8. ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো নতুন স্মার্টফোন Poco X7 Pro 5G,সাথে আছে Poco X7 5G
  9. স্মার্টফোনের উপর অসাধারণ ছাড় নিয়ে এসে গেলো অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  10. খুঁজে পাওয়া গেলো মাকড়সার মধ্যে এক নতুন অভিনব দিক এবং ক্ষমতা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »