ভারতে কোম্পানির অডিও বুক সাবস্ক্রিপশান সার্ভিস Audible লঞ্চ করল Amazon। Audible সাবস্ক্রিপশানের জন্য মাসে 199 টাকা খরচ হবে। শুরুতে 30 দিন গ্রাহকদের বিনামূল্যে Audible ব্যবহারের সুযোগ দেবে Amazon। কিছু গ্রাহক অবশ্ব্য 90 দিন ফ্রি ট্রায়াল পেয়েছেন বলে জানিয়েছেন।
Audible জানিয়েছে ভারতে 2 লক্ষের বেশি অডিও বুক ডাউনলোড করা যাবে। Android ও iOS গ্রাহকরা Audible অ্যাপ ইনস্টল করে আডিও বুক শুনতে পারবেন। কোম্পানির Audible ওয়েবসাইট থেকে অডিও বুক শোনা যাবে।
Prime সার্ভিসের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অপেক্ষাকৃত কম দামে ভারতে Audible সার্ভিস লঞ্চ করেছে Amazon। মার্কিন যুক্তরাষ্ট্রে Audible সাবস্ক্রিপশানে মাসে 14.95 মার্কিন ডলার খরচ হয়।
মাসে 199 টাকা সাবস্ক্রিপশান ছাড়াও 6 মাস ও 12 মাস সাবস্ক্রিপশান শুরু করেছে Audible। ভারতে 6 মাসের Audible সাবস্ক্রিপশানে 1345 টাকা আর 12 মাসের সাবস্ক্রিপশানে খরচ হবে 2332 টাকা।
Audible লঞ্চের ফলে ভারতে Amazonএর উপস্থিতি আরও গভীর হল। প্রয় দুই বছর হল ভারতে Prime সার্ভিস লঞ্চ করেছে মার্কিন ই-কমার্স জায়েন্ট। শুরুতে 499 টাকায় Prime সার্ভিস লঞ্চ করলেও Amazon Prime এক বছর সাবস্ক্রিপশানের দাম বেড়ে হয়েছে 999 টাকা। যদিও 129 টাকার মাসিক সাবস্ক্রিপশানে এই প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পাত্রেন গ্রাহকরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন