Photo Credit: Facebook
এবার ডেক্সটপ কম্পিউটারের জন্য পৃথক Messenger অ্যাপ নিয়ে এল Facebook। এর ফলে Windows ও Mac কম্পিউটার থেকে Messenger ব্যবহার করেই ভিডিও কনফারেন্স করা যাবে। সম্প্রতি বিভিন্ন কর্পোরেট অফিস, স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের জন্য Zoom ব্যবহার শুরু করেছিল। এবার Facebook Messenger ব্যবহার করেও কম্পিউটার থেকে ভিডিও কনফারেন্স করা যাবে।
“এখন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে আরও বেশি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।” বলেন Facebook ভাইস প্রেসিডেন্ট স্টান চুদনোভস্কি। তিনি আরও বলেন, “বিগত এক মাসে ১০০ শতাংশ বেশি মানুষ ডেস্কটপ কম্পিউটার থেকে অডিও ও ভিডিও কল করছেন। এই জন্য MacOS ও Windows কম্পিউটারে Messenger অ্যাপ লঞ্চ হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে বিনামূল্যে গ্রুপ ভিডিও কল করা যাবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
2019 সালে ডেস্কটপের জন্য Messenger অ্যাপ নিয়ে আসার ঘোষণা করেছিল Facebook। ইতিমধ্যেই Microsoft Store ও Mac App Store থেকে Messenger অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন