তবে কি রেসেপসানিস্টদের দিন শেষ হতে চলেছে? সম্প্রতি কলকাতার এক স্টার্ট আপ কোম্পানি একটি অ্যাপ সামনে নিয়ে এসেছে। কোম্পানির দাবি অফিসের ফ্রন্ট ডেস্ক ও হুম্যান রিসোর্স দপ্তরের অনেক সমস্যার সমাধান করবে এই অ্যাপ।
Android ও iOS ডিভাইসে ব্যবহার করা যাবে NexAEI অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে অফিসের রিসেপশনে ফেস রিকগনিশানের মাধ্যমে কর্মীরা নিজেদের উপস্থিতি জানতে পারবেন। এছাড়াও NexAEI অ্যাপ ব্যবহার করে সহজেই ছুটির আবেদন করা যাবে। ফেস রিকগনিশন ব্যবহার করার জন্য কর্মীরা কোন ভাবেই ভুয়ো উপস্থিতি জানাতে পারবেন না বলে দাবি করেছে কলকাতার কোম্পানিটি।
অফিসের বাইরে কাজ থাকলে এই অ্যাপ ব্যবহার জানিয়ে উর্ধতন কতৃপক্ষকে জানিয়ে দেওয়া যাবে। একই অ্যাপ ব্যবহার করে কর্মী অফিসের বাইরে ঠিক কোথায় কাজে গিয়েছেন তা দেখে নিতে পারবেন অফিসের উচ্চপদস্থ কর্মীরা। ফোনের লোকেশন সার্ভিস ব্যবহার করে এই ফিচার কাজ করবে। এছাড়াও যে কোন কর্মী একই অ্যাপ ব্যবহার করে ছুটির আবেদন করতে পারবেন।
শুধু অফিস কর্মীরা নয়, ভিজিটরদের সামলাতেও ওস্তাদ NexAEI অ্যাপ। ভিজিটররা রিসেপশানে থাকা ফোন অথবা ট্যাবলেটে রেজিস্টার করে অফিস কর্মীদের সাথে যোগাযোগ করতে পারবেন। ফেস রিকগনিশন ছাড়াও ভিজিটরদের জন্য থাকছে QR কোড অথবা মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশনের সুযোগ। ভিজিটর যে অফিস কর্মীর সাথে দেখা করতে চান তার নাম NexAEI অ্যাপ এর মধ্যে জানালে উক্ত কর্মীর ফোনে ভিজিটরের নাম ও অন্যান্য বিবরন সহ নোটিফিকেশান পৌঁছে যাবে।
কর্মী ও ভিজিটরদের এই বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য SHA-256 এনক্রিপশন ব্যবহার করে গুগল সার্ভারে স্টোর করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। Gadgets 360 কে কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন অফিসের রিসেপশন ও হিউম্যান রিসোর্স দপ্তরের কাজ সহজ করবে NexAEI অ্যাপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন