PUBG Mobile এ এ বিটা আপডেট পৌঁছাল। PUBG Mobile 0.11.5 ভার্সানে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। ইরাঙ্গেল ও মিরামার ম্যাপে যোগ হয়েছে ডাইনামিক ওয়াদার। জম্বি মোডে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে এই আপডেটে। PUBG Mobile 0.11.5 বিটা আপডেটের সাইজ 1.7GB। একাধিক নতুন ফিচারের সাথেই গেমে যোগ হয়েছে G36C রাইফেল আর টুকশাই। শ্যানহক ম্যাপে যোগ হয়েছে বিশেষ গাড়ি। একেবারে নতুন কোনও ফিচার এই আপডেটে যোগ না হলেও থাকছে একাধিক বাগ ফিক্স।
PUBG Mobile 0.11.5 আপডেট প্যাচ নোট
এখানে ক্লিক করে Tensent ওয়েবসাইট থেকে PUBG Mobile 0.11.5 বিটা আপডেট ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে PUBG Mobile বোনাস চ্যালেঞ্জ। Android, iOS আর কম্পিউটার এমুলেটার থেকে এই চ্যালেঞ্জে অংশ নেওয়া যাবে। একটি ম্যাচে সর্বোচ্চ 60 জন অংশ নিতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন