Android ও iOS এ পৌঁছে গেল নতুন PUBG Mobile আপডেট। এই আপডেটে জনপ্রিয় এই ব্যাটেল রয়্যাল গেমে যোগ হয়েছে Zombie: Darkest Night মোড। PUBG Mobile আপডেটের সাইজ 475MB। ইতিমধ্যেই Play Store আর App Store থেকে এই আপডেট ডাউনলোড করা যাচ্ছে।
PUBG Mobile ভার্সান 0.11.0 আপডেটে Zombie: Survive Till Dawn নামে নতুন মোড যোগ হয়েছে। লুট ও অন্যান্য খেলোয়াড়ের থেকে সাবধানের থাকার সাথেই নতুন মোডে জম্বির থেকেও দূরে থাকতে হবে।
PUBG Mobile আসক্তি নিয়ে সারা দেশে বিতর্ক চরমে। অনেকেই ভারতে এই গেম কে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জম্বি মোড ছাড়াও PUBG Mobile 0.10.5 আপডেটে থাকছে একাধিক কসমেটিক চেঞ্জ। আসছে নতুন চুলের স্টাইল, আর জামা কাপড়। জম্বিদের কথা মাথায় রেখেই নতুন জামা কাপড় যোগ হচ্ছে গেমে।
চিনের বিটা গ্রাহকদের জন্য সামনে এসেছে PUBG Mobile ভার্সান 0.13.0। নতুন আপডেটে চিনে নতুন বছর উপলক্ষ্যে নতুন থিম, ভিকেন্ডি ম্যাপে নাইট মোড, আর নতুন একটি ‘মনস্টার’ যোগ হতে চলেছে PUBG Mobile এ।
এই আপডেটে আসবে নতুন একটি ফিচার। সেই ফিচারে কীভাবে আপনার মৃত্যু হল তা দেখতে পাবেন। থাকছে MK 47 Mutant নামে একটি নতুন অস্ত্র, বন্দুকে লেসার সাইট লাগানোর উপকরণ আর রিস্কা। এছাড়াও এরাঙ্গেল ও মিরামার ম্যাপে যোগ হবে ‘ডাইনামিক ওয়েদার’।
Android, iOS, PS4 আর PC থেকে PUBG Mobile খেলা যায়। তবনে এই গেমের মধ্যে এখনও একাধিক সমস্যা রয়েছে। 2019 সালে PUBG Mobile থেকে প্রত্যাশা থাকবে এই ফিচারগুলি।
তবে ভিকেন্ডি ম্যাপ ছাড়াও এই আপডেটে PUBG Mobile এ যোগ হবে একাধিক নতুন ফিচার। ইতিমধ্যেই Steam এ ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলা যাচ্ছে। এর পরেই মোবাইল ভার্সানে চলে এল PUBG। তবে এখনই ভিকেন্ডি ম্যাপ খেলতে পারবেন না।
বিটা ভার্সানে লঞ্চ হল PUBG Mobile 0.10.0। Android ও iOS গ্রাহকরা এই ভার্সান ডাউনলোড করতে পারবেন। বুধবার Reddit এ এই খবর জানিয়েছে Tencent। সেখানে জানানো হয়েছে নতুন ভার্সানে গেমের মধ্যে চ্যাট করা যাবে। এর ফলে দল বেঁধে PUBG খেলতে সুবিধা হবে।
ইতিমধ্যে ভারত ও চিনের গেমিং বাজারের দখল নিয়েছে PUBG Mobile। সম্প্রতি এই রিপোর্টে জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোম্পানির 30 শতাংশ লাভ হয়। সেই দেশে ক্রমশ Fortnite কে হারিয়ে এগিয়ে চলেছে PUBG।