ইতিমধ্যে ভারত ও চিনের গেমিং বাজারের দখল নিয়েছে PUBG Mobile। সম্প্রতি এই রিপোর্টে জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোম্পানির 30 শতাংশ লাভ হয়। সেই দেশে ক্রমশ Fortnite কে হারিয়ে এগিয়ে চলেছে PUBG।
নতুন সপ্তাহে আবার নতুন অবতারে হাজির হল PUBG Mobile। এখনই Android ও iOS থেকে PUBG Mobile 0.9.5 ডাউনলোড করা যাবে। সম্প্রতি প্রতিযোগী Fortnite গেমে যোগ হয়েছে ব্যাটেল পাস। উত্তরে নতুন আপডেটে PUBG Mobile এ যোগ হল রয়্যাল পাসিন সিজন ফোর। এই ফিচারে দৈনিক ও সাপ্তাহিক মিশনে অংশ নিয়ে পয়েন্ট জিততে পারবেন খেলোয়াড়রা।
ইতিমধ্যে ভারত ও চিনের গেমিং বাজারের দখল নিয়েছে PUBG Mobile। সম্প্রতি এই রিপোর্টে জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোম্পানির 30 শতাংশ লাভ হয়। সেই দেশে ক্রমশ Fortnite কে হারিয়ে এগিয়ে চলেছে PUBG। নতুন আপডেটে এবার কম দামের স্মার্টফোনেও চলবে এই গেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto