একে অপরকে ঘায়েল করতে নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ করছে Realme ও Xiaomi। বিগত কয়েক বছর ধরেই একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করেই চলেছে এই দুই কোম্পানি। সম্প্রতি Realme 5 সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Realme। নতুন Realme 5i ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। Realme 5 এর থেকে কতটা আলাদা Realme 5i? পড়ুন রিভিউ . . .
Realme 5 আর Realme 5s এর থেকে Realme 5i ফোনের ডিজাইনে কোন পার্থক্য নেই। এই ফোনের সামনে রয়েছে একটি 6.52 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ থাকছে। Realme 5i এর ওজন 195 গ্রাম। ফোনের ভিতরের 5,000 mAh ব্যাটারির কারণে 8.95 মিমি চওড়া এই ফোন হাতে নিয়েই বেশি ভারি ও মোটা মনে হবে। অ্যাকোয়া ব্লু ও ফরেস্ট গ্রিন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Realme 5 আর Realme 5s এর মতোই Realme 5i ফোনেও কার্ভড ডিজাইন ব্যবহার হয়েছে। এই কারণে এক হাতে এই ফোন ব্যবহারে খুব সমস্যা হবে না। তবে ফোনের পিছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তুলনামূলক উপরে থাকায় নিয়মিত ব্যবহারের সময় আমাদের সমস্যা হয়েছে। Realme 5i ফোনের বাঁ দিকে রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। ফোনের নীচে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক আর স্পিকার গ্রিল।
Realme 5i ফোনে 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Realme 5i ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Realme 5i ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর 10W চার্জিং। Realme 5i এর ওজন 195 গ্রাম।
এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6.0.1 স্কিন চলবে। লঞ্চের সময় এই ফোনে 2019 সালের নভেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ দেখা গিয়েছে।
দুর্দান্ত দেখতে এই স্মার্টফোনকে যোগ্য সঙ্গ দিয়েছে এই ফোনের দুর্দান্ত হার্ডওয়্যার। Realme 5i ফোনের Snapdragon 665 চিপসেটে দৈনিক ব্যবহারে এই স্মার্টফোনে কোন সমস্যা হবে না। 4GB RAM থাকার কারণে Realme 5i ফোনে সহজেই মাল্টিটাস্ক করা যাবে।
এই ফোনের ডিসপ্লে যথেষ্ট উজ্জ্বল হওয়ার কারণে দিনের আলোতে Realme 5i ব্যবহারের সমস্যা হবে না। ফোনের নীচে একটি মাত্র স্পিকার থাকলেও তা যথেষ্ট জোরে বাজবে। এছাড়াও দ্রুত কাজ করবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।
AnTuTu বেঞ্চমার্কিং অ্যাপে 1,70,480 স্কোর করেছে Realme 5i। Geekbench 5 বেঞ্চমার্কিং অ্যাপে সিঙ্গেল কোর ও মাল্টি কোরে যথাক্রমে 309 ও 1,345 স্কোর করেছে এই স্মার্টফোন।
এই ফোনে ‘মিডিয়াম' গ্রাফিক্সে PUBG Mobile খেলতে কোন অসুবিধা হবে না। 20 মিনিট PUBG Mobile খেলার পরেই এই ফোন গরম হয়নি।
Realme 5i ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এক নজরে Realme 5i ক্যামেরায় তোলা ছবিগুলি দেখে নিন।
প্রাইমারি ক্যামেরায় 4K রেকর্ড করা গেলেও কোন স্টেবিলাইজেশন থাকছে না। স্টেবিলাইজেশন ব্যবহার করতে 1080p ভিডিও রেকর্ড করতে হবে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতেও থাকছে স্টেবিলাইজেশন। তবে কম আলোতে ভিডিও রেকর্ড করলে অনেক নয়েজ থাকবে।
Realme 5 এর থেকে কিছু ফিচার কমিয়ে 8,999 টাকা দামে লঞ্চ হয়েছে Realme 5i। এই ফোনের Snapdragon 665 চিপসেট ভালো পারফর্মেন্স দেবে। 5,000 mAh ব্যাটারি থাকার কারণে দুর্দান্ত ব্যাক আপ পাওয়া যাবে।
কম দামে শক্তিশালী হার্ডওয়ার চাইলে আপনার Realme 5i পছন্দ হবে। যদিও বাজেট বাড়াতে পারলে Realme 5S অথবা Redmi Note 8 দেখে নিতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন