এখনই আপনার ফোনে PUBG Mobile 0.10.5 আপডেট না পৌঁছালেও চিন্তার কারন নেই। Tencent জানিয়েছে ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।
Tencent জানিয়েছে ধাপে ধাপে সব গ্রাহকের কাছে PUBG Mobile 0.10.5 আপডেট পৌঁছে যাবে।
এসে গেল PUBG Mobile 0.10.5 আপডেট। নতুন আপডেটে থাকছে ‘ক্লাসিক' ভয়েস অপশান, ভিকেন্ডি স্নো ম্যাপে অস্ত্রে বদল আর রয়্যাল পাস সিজন ৫। যোগ হয়েছে নতুন MK47 রাইফেল। ইরেঙ্গেল, মিরামার আর শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে। তবে এখনই PUBG Mobile এ জম্বি মোড যোগ হচ্ছে না।
আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম
এখনই আপনার ফোনে PUBG Mobile 0.10.5 আপডেট না পৌঁছালেও চিন্তার কারন নেই। Tencent জানিয়েছে ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।
আরও পড়ুন: জম্বি মোডে আরও আকর্ষনীয় হবে PUBG Mobile
PUBG Mobile 0.10.5 আপডেটে যোগ হয়েছে এই ফিচারগুলি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Pro Max, Reno 15 Pro With Dimensity 8450 SoC Launched Globally, Reno 15 Tags Along: Price, Specifications