2GB RAM বা তার কম মেমোরির স্মার্টফোনে খেলার জন্য লঞ্চ হল PUBG Mobile Lite। আজ ভারতে এই গেমের লাইট ভার্সান নিয়ে এসেছে Tencent Games।
PUBG Mobile Lite ক্লাসিক মোডে একসাথে 60 জন খেলতে পারবেন
ভারতে এল PUBG Mobile Lite। গত মাসে তুলনামুলক কম শক্তিশালী কম্পিউটারে খেলার জন এসেছিল PUBG Lite। এবার 2GB RAM বা তার কম মেমোরির স্মার্টফোনে খেলার জন্য লঞ্চ হল PUBG Mobile Lite। আজ ভারতে এই গেমের লাইট ভার্সান নিয়ে এসেছে Tencent Games। তুলনামুলক কম শক্তিশালী ফোনে খেলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে PUBG Mobile Lite।
Play Store থেকে ভারতের গ্রাহকরা PUBG Mobile Lite ডাউনলোড করে খেলতে পারবেন। যে সব স্মার্টফোন 2GB বার তার কম RAM রয়েছে সেই সব ফোনের জন্য বিশেষভাবে এই গেম ডিজাইন করেছে চিনের কোময়ানিটি। তবে PUBG Mobile গেমের তুলনায় PUBG Mobile Lite গেমে থাকছে তুলনামুলক ছোট ম্যাপ। এছাড়াও PUBG Mobile Lite এ এক গেমে 60 জন খেলতে পারবে। PUBG Mobile এ একসাথে 100 জন খেলতে পারে।
![]()
PUBG Mobile Lite এ একসাথে 60 জন খেলতে পারবেন
বছর খানেক আগে ফিলিপিন্সে লঞ্চ হয়েছিল PUBG Mobile Lite। ভারতে এই গেম লঞ্চের সাথেই আপডেট পেয়েছে এই গেম। সাম্প্রতিকতম এই আপডেটে যোগ হয়েছে নতুন অস্ত্র আর নতুন গাড়ি। এছাড়াও থাকছে তিনটি নতুন লোকেশন সহ একাধিক নতুন ফিচার। আগে PUBG Mobile Lite এ একটি গেমে 40 জন খেলতে পারত। আপডেটের পরে একটি গেমে 60 জন খেলতে পারবে।
![]()
ক্লাসিক ও আর্কেড মোডে খেলা যাবে PUBG Mobile Lite
PUBG Mobile Lite এর সাইজ 400 MB। তবে ইনস্টল করার পরে 491MB জায়গা নেবে এই গেম। এশিয়া ও দক্ষিণ আমেরিকা সার্ভারে খেলা যাবে PUBG Mobile Lite। PUBG Mobile গেমে ছয়টি সার্ভারে খেলা যায়। এছাড়াও ক্লাসিক ও আর্কেড মোডে খেলা যাবে PUBG Mobile Lite।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Qualcomm Acquires Augentix to Expand Smart Camera Portfolio and Insight Platform
Truecaller Introduces New Feature to Protect the Entire Family from Call-Based Scams