অনেকদিন ধরেই PUBG Mobile এ জম্বি মোড নিয়ে জল্পনা চলছে। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে 10 ফেব্রুয়ারির আগে PUBG Mobile এ যোগ হবে জম্বি মোড। PUBG Mobile ভার্শন 0.110 আপডেটের হাত ধরে এই ফিচার পৌঁছাবে।
আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম
সম্প্রতি Mr. Ghost Gaming নামের এক ইউটিউবার জানিয়েছেন আগামী মাসের 10 তারিখের আগে গ্লোবাল রিলিজে PUBG Mobile এ পৌঁছাবে জম্বি মোড।
সম্প্রতি PUBG Mobile 0.10.5 আপডেট পৌঁছেছে। নতুন আপডেটে রয়েছে ‘ক্লাসিক' ভয়েস অপশান, ভিকেন্ডি স্নো ম্যাপে অস্ত্রে বদল আর রয়্যাল পাস সিজন ৫। যোগ হয়েছে নতুন MK47 রাইফেল। ইরেঙ্গেল, মিরামার আর শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে। এই আপডেটে জিম্বি মোড যোগ হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে তা পিছিয়ে দেয় Tencent।
আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে
গত সপ্তাহেই গুজরাটের সব প্রাথমিক স্কুলে PUBG খেলা নিষিদ্ধ হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সব জেলার আধিকারিকদের প্রাথমিক স্কুলে অনলাইন গেম PlayerUnknown's Battlegrounds বা PUBG খেলা নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। PUBG খেলা বন্ধ করার জন্য গুজরাটের প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দের দেওয়া হয়েছে। শিশুরা এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ায় পড়াশুনায় তার প্রভাব পড়ছিল। তবে এই বিজ্ঞপ্তিতে PUBG Mobile না PUBG এর পিসি ভার্সান নিষিদ্ধ হয়েছে তা জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন